হে সনাতন চলুন আমরা গীতা থেকে যেনে নিই আমি কে .!
গীতার অনেক অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে,
১. হে অর্জুন, তুমি আমাকে শরণ কর ,আমাকে নমষ্কার কর ,আমার শরণ লও।
আবার অনেক অধ্যায়ে বলেছেন যে ,
২.হে অর্জুন ,ঈশ্বর সকল জীবকে দেহরুপ যন্ত্রে আরোহণ করিয়া মায়ার দ্বারা ভ্রমন করান। তাই হে ভারত সর্বত ভাবে তাহার শরণাগত হও (যিনি হৃদয় অধিষ্ঠিত)তার কৃপায় তুমি পরম শান্তি ও পরম ধাম প্রাপ্ত হইবে।
খবর বিভাগঃ
গীতা
ধর্মীয় কথা
সনাতন ধর্ম প্রচার
0 মন্তব্য(গুলি):